‘যুক্তরাষ্ট্রকে ইউরোপ-চীন-কানাডাও বিশ্বাস করে না’

‘যুক্তরাষ্ট্রকে ইউরোপ-চীন-কানাডাও বিশ্বাস করে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আস্থা নেই। সেই সঙ্গে ইউরোপ, চীন ও কানাডাও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। মঙ্গলবার প্রতিরক্ষা শিল্প বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যাতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে না পারে সে লক্ষ্যে একটি আইন পাস করেছে মার্কিন কংগ্রেস।

কারণ তারা এটা ভালো করেই জানে, ইরান শক্তিধর একটি দেশ। ইরানে হামলা করলে তাদের চড়া মূল্য দিতে হবে।

ইরান যুদ্ধকে ভয় পায় না উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট বলেন, শত্রুরা যাতে হামলার দুঃসাহস দেখাতে না পারে সে লক্ষ্যে ইরান সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনীকে সব সময় এ ধরণের প্রস্তুতি অক্ষুন্ন রাখতে হবে।

তবে ইরান সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রস্তুতির উদ্দেশ্য হচ্ছে টেকসই শান্তি প্রতিষ্ঠা।

রুহানি আরও বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে উপযুক্ত প্রস্তুতি ও শক্তি না থাকার অর্থ হলো যুদ্ধের দিকে যাওয়া এবং শত্রুকে আগ্রাসনের সুযোগ দেওয়া।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


 

সম্পর্কিত খবর