মিষ্টির কেজি ৯ হাজার টাকা!

এই মিষ্টির কেজি ৯ হাজার টাকা!

মিষ্টির কেজি ৯ হাজার টাকা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিষ্টি খেতে কমবেশি সবাই পছন্দ করে। তার মধ্যে কেউবা রসগোল্লা, রাজভোগ। কেউবা কালোজাম, চম্‌চম, সন্দেশ, ছানামুখীসহ বিভিন্ন ধরণের মিষ্টান্ন।

কিন্তু এবার শুনুন এক আজব খবর অর্থাৎ এই মিষ্টির ধরণ ও দাম শুনলে আর্শ্চর্য হবেন।

ভারতের গুজরাটে বিক্রি হচ্ছে এই আজব মিষ্টি।

ওই মিষ্টি সারা বিশ্বের লোকজন বেশ পছন্দ করে। গুজরাটের সুরাতের একটি দোকানে একধরনের মিষ্টি বিক্রি হলো ৯ হাজার টাকা কেজি দরে। এই বিপুল দামেই মিষ্টি বিক্রি হচ্ছে সেখানে।

এমন নয় দাম শুনে মানুষ সেই মিষ্টি কিনছেন না, বরং দাম শোনার পরই তা কেনার জন্য আগ্রহ তৈরি হচ্ছে।

কিন্তু মিষ্টির দাম এত কেন?‌
মিষ্টির দোকানের পক্ষ থেকে জানা গেছে, প্রতিটি মিষ্টির উপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারাট সোনার ফয়েল। যা দিয়ে গোটা মিষ্টিটি মোড়া। এটাই এই দোকানের মিষ্টির বৈশিষ্ট্য।

স্থানীয়রা জানান, এই দোকানে মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভালো। দামি হলেও এই মিষ্টির চাহিদা প্রবল। সাধারণত মিষ্টির গায়ে সিলভার ফয়েল থাকলে, সেই মিষ্টির দাম হয় ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। তবে সোনায় মোড়া এই মিষ্টি আকর্ষণ করছে প্রত্যেককেই। মিষ্টির দোকানের নাম দেওয়া হয়েছে ‘‌২৪ ক্যারাট মিঠাই ম্যাজিক’‌।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর