হজের আনুষ্ঠানিকতা শেষ, মক্কায় ফিরছেন হাজীরা

হজের আনুষ্ঠানিকতা শেষ করে মক্কায় ফিরতে শুরু করেছেন হাজীরা

হজের আনুষ্ঠানিকতা শেষ, মক্কায় ফিরছেন হাজীরা

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

হজের ৫ দিনের আনুষ্ঠানিকতা শেষ করে মক্কায় ফিরতে শুরু করেছেন হাজীরা। যারা এর আগে মদীনা জিয়ারত শেষ করেছেন তারা অপেক্ষা করবেন দেশে ফেরার ফ্লাইটের আর যারা মদীনা যাননি, তারা মদীনা যাবেন এবং সেখানে ৮দিন থেকে ৪০ওয়াক্ত নামাজ আদায় করবেন পাশাপাশি মদীনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখবেন।

বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট থেকে চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ ১ লক্ষ ২৭ হাজার ২৯৮ জন হজব্রত পালন করতে সৌদি আরব এসেছেন।

এরমধ্যে বুধবার মধ্যরাত পর্যন্ত মারা গেছেন ৬৯ জন নারী পুরুষ।

সৌদি পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে এবছর সর্বমোট ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন পবিত্র হজ্জ পালন করেছেন। এদের মধ্যে
১৩ লাখ ২৭ হাজার ১২৭ জন পুরুষ ও  ১০ লাখ ৪৪ হাজার ৫৪৮ জন নারী। ৬ লাখ ১২ হাজার ৯৫৩ জন সৌদির অভ্যন্তরীন ও ১৭ লাখ ৫৮ হাজার ৭২২ জন বিদেশী হাজী।

সৌদির অভ্যন্তরীন হাজিদের মধ্যে সৌদি নাগরিকের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৭৩৬ জন ও সৌদিদের সংখ্যা ৪ লাখ ১ হাজার ২১৭ জন। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে কাজ করেছেন প্রায় ২ লাখ ৮৭ হাজার ৩০০ জন সৌদি কর্মকর্তা কর্মচারী।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর