নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া লেগুনা।

নাটোরে সড়ক দুর্ঘটনা

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহতের মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে।

তারা হলেন- লেগুনার চালক নীলফামারী জেলার সৈয়দপুরের আব্দুর রহিম (২৮), লেগুনার যাত্রী বড়াইগ্রামের নারায়ণপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী রজুফা খাতুন (৫০), রুপচাঁদের স্ত্রী শেফালী খাতুন (৩৫), জামাইদিঘা গ্রামের নুরফেল সরদারের স্ত্রী লগেনা বেগম (৫০), টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা আর আর পি ফিড কোম্পানীর কর্মকর্তা রোকন উদ্দিন (৫৫), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মীর কামারী এলাকার সালামতউল্লাহর স্ত্রী শাপলা খাতুন (২১)। অপর নিহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামস নুর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাটোর-পাবনা মহাসড়কের চ্যালেঞ্জার পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। নিহতরা লেগুনার যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৫ জন।

ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)
 

সম্পর্কিত খবর