বিদ্যুৎ স্পৃষ্টে ২ গৃহবধূর মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে ২ গৃহবধূর মৃত্যু

জহুরুল আলম • খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পৃথক বিদ্যুৎ স্পষ্টের ঘটনায় ২ গৃহবধূ নিহত হয়েছেন। কাল জেলার দীঘিনালা ও মহালছড়ি উপজেলায় ঘটনা দু’টি ঘটে।

নিহতরা দুই গৃহবধূ হলেন- কমলেন্দু চাকমার স্ত্রী রূপা চাকমা (৩৫) এবং রেম্রাচাই মারমার স্ত্রী লিকা মারমা  (২৬)।  

জানা যায়, দীঘিনালার বাবুছড়া বাজারে চার্জে লাগানো ব্যাটারি চালিত অটোরিকশায় বিদ্যুৎ স্পষ্ট হন রূপা চাকমা।

পরে তাকে হাসপাতালে নেবার পথে মারা যান। রূপা শান্তিপুর গ্রামের বাসিন্দা।  

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস সামাদ জানান, বিদ্যুৎ স্পৃষ্ট নারীকে আহতাবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।  

এদিকে, মহালছড়ির কাপ্তাইপাড়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান লিকা মারমা নামে আরেক গৃহবধূ।

 

মহালছড়ি মুবাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী খীসা জানান, টেলিভিশনে ডিস সংযোগ লাগানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট গলে ঘটনাস্থলেই লিকা মারমার মৃত্যু হয়।

 

জহুরুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর