নেত্রকোনায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

নেত্রকোনায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা রাজেন্দ্রপুর এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে স্বপ্না আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় সিএনজি চালকসহ সাতজন গুরুত্বর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে একটি সিএনজি যাত্রী বহনকরে নেত্রকোনা আসার পথে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই শিশু স্বপ্না নিহত ও সিএনজির সকল যাত্রীরা গুরুত্বর আহন হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসে।

গুরুত্বর আহতরা হলেন, বারহাট্টার মনাস গ্রামের আবু চাঁনের স্ত্রী বিউটি আক্তার, সবুজ মিয়ার স্ত্রী জোসনা আক্তার, কলমাকান্দার হরেন্দ্র সরকারের ছেলে সঞ্জিবন সরকার, বারহাট্টার সতেরশ্রী গ্রামের দরবেশ আলীর স্ত্রী আয়শা বেগম, চানগাও গ্রামের মমিনুর, মহেশখালা গ্রামের সজিব, কেন্দুয়ার লুত মিয়া।

কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহতারা সকলেই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে ঘাতক বাস ও চালককে আটক করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/কাকান/তৌহিদ)

সম্পর্কিত খবর