পল্লবীর ট্যাংকে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

প্রতীকী ছবি

পল্লবীর ট্যাংকে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকার পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে আহত আরও দুজনের মৃত্যু ঘটেছে। ঈদের আগের রাতের এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

গত মঙ্গলবার রাত নয়টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী ই ব্লকে মোরাপাড়া বিহারি ক্যাম্পের সামনে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ওই বিস্ফোরণ ঘটে।

তখন দগ্ধ নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

সোমবার রাত ৮টায় লাবণী এবং ১০টায় বেদানা বেগমের মৃত্যু হয় বলে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।

তিনি জানান, বেদানার স্বামী সুরত আলী চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যায়। সেদিন সুরত ও বেদানার মেয়ে আলেয়ারও মৃত্যু ঘটে। আলেয়ার চার বছরের মেয়ে মিলি বিস্ফোরণের দিনই মারা যায়।

সুরত আলীর পরিবার ওই বাড়িতে ভাড়া থাকতেন।

বিস্ফোরণে আহত বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান, সুরত আলীরে ছেলে রাব্বি, আরেক ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু হাসপাতালে চিকিৎসাধীন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর