উবারের নিরাপত্তা ফিচারে কী কী থাকছে?

উবারের নিরাপত্তা ফিচারে কী কী থাকছে?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবার আজ (২৮ আগস্ট, মঙ্গলবার) থেকে বাংলাদেশে চালু করেছে ‘সেফটি টুলকিট’ নামে নতুন অপশন, যার মাধ্যমে অ্যাপের একটি নির্দিষ্ট স্থানে যাত্রীরা উবারের সব নিরাপত্তা ফিচার সহজেই খুঁজে পাবেন।

যাত্রীদের মতামতের ভিত্তিতে তৈরি করা ‘সেফটি টুলকিট’ ফিচারটি চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে চালু করা হয়। আর তার ৪ মাস পরেই বাংলাদেশে চালু হলো উবারের এই ফিচারটি।

আসুন, জেনে নেয়া যাক উবারের নতুন ফিচারে যা যা থাকছে:

• যাত্রীরা আইন প্রয়োগকারীদের সহায়তায় তৈরি সেফটি টিপসগুলো দেখতে পারবেন।

• উবারের ইনস্যুরেন্স সুবিধা এবং কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে জানতে পারবেন।

• একটি নির্দিষ্ট স্থানে প্রধান নিরাপত্তা ফিচারসহ অন্যান্য সকল ফিচার পাওয়া যাবে, যা যাত্রীদের জন্য খুবই সহায়ক।

• শেয়ার ট্রিপ ফিচার যাত্রীদেরকে মানসিক চাপমুক্ত রাখবে। তবে সচেতনতার অভাবে এবং বেখায়ালি হবার কারণে এই ফিচারটি তুলনামূলক কম ব্যবহৃত হয়।

 

• নতুন ফিচারটি একজন যাত্রীকে তার ঘনিষ্ঠ ৫জন ব্যক্তির সাথে নিয়মিতভাবে ট্রিপ শেয়ার করার অপশন প্রদান করবে।  

• এখন থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সমস্ত খবরাখবর জানবেন আপনার কাছের মানুষজন এবং এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার সময় গোপনীয়তা রক্ষা করা হবে।

• উবারের ইমারজেন্সি বাটন যাত্রীকে সরাসরি পুলিশ কন্ট্রোলরুম নম্বর ৯৯৯-এ কল করার সুযোগ প্রদান করবে। এর ফলে জরুরি সময়ে এবং অনাকাঙ্ক্ষিত প্রয়োজনে দ্রুততম সময়ে নিরাপত্তা পাওয়া সহজ হবে।  

• নতুন ফিচারগুলো যাত্রীদের নিরাপদ রাইড প্রদান, জিপিএস এর মাধ্যমে ট্রিপ ট্র্যাক করা এবং স্থানীয় পুলিশের সাথে সেফটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করার কাজ করবে।


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর