আবারো বন্ধ হলো বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র

আবারো বন্ধ হলো বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র

ফখরুল হাসান পলাশ • দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা কেলেঙ্কারির ঘটনার পর গেল ২২জুলাই কয়লার অভাবে বন্ধ হয়ে যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র। কয়লা খনির নতুন ফেসের কয়লা উত্তোলন শুরু না হলেও রাস্তা তৈরির জন্য অল্প অল্প করে পাওয়া কয়লার মজুত দিয়ে ঈদের আগে (২০ আগস্ট) চালু করা হয় এর একটি ইউনিট।  

শুরুতে ৫-৬ দিনের জন্য বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার কথা বলা হলেও মজুত থাকা প্রায় ৬হাজার মেট্রিক টন কয়লা দিয়ে কেন্দ্রের ২য় ইউনিটটি ৮দিন চালু রাখা সম্ভব হয়।  

তবে আজ (২৮ আগস্ট, মঙ্গলবার) বিকেল ৩টা ৫মিনিটে কয়লা স্টকে না থাকার কারণে ফের বন্ধ করে দেয়া হয় ইউনিটটি।

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার।  

তিনি জানান, ঈদ-উল-আযহার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের চাহিদা মেটাতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে স্টকে যতটুকু কয়লা ছিল তা দিয়ে আজ দুপুর পর্যন্ত ইউনিটটি চালু রাখা সম্ভব হয়।

এদিকে, রংপুর বিভাগের ৮ জেলায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় ৫শ থেকে ৫শ পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ।

 

প্রায় দেড়শ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির কারণে আজ থেকে রংপুর বিভাগের মানুষ আবারো লোড শেডিং এবং লো-ভোল্টেজ ভোগান্তিতে পড়তে যাচ্ছে।

 

পলাশ/অরিন/news24bd.tv

সম্পর্কিত খবর