সাবেক সাংসদসহ ৬ জাপা নেতার নামে মামলা

ম্যাপ

সাবেক সাংসদসহ ৬ জাপা নেতার নামে মামলা

নাটোর প্রতিনিধি

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ তালহাসহ জাতীয় পার্টির ৬ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাংচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন বাগাতিপাড়া উপজেলার জাতীয় পার্টির নেতা মকলেছুর রহমান।
 
মামলার অন্য আসামিরা হলেন, আব্দুল গনি, আব্দুল খালেক, মো. বাবলু, রাশিদুল ইসলাম ও আব্দুল কুদ্দুস। এম এ তালহা সাংসদ থাকাকালীন এসব আসামিরা দলের বিভিন্ন পদে আসীন ছিলেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন এ বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বাগাতিপাড়া থানার ওসি (তদন্ত)-কে নির্দেশ দিয়েছেন। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন আলেক উদ্দীন সেখ।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে এম এ তালহা মনোনয়নবঞ্চিত হলে উল্লিখিত আসামিরা বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের ৩ লাখ ৩৪ হাজার ২৫০ টাকার আসবাবপত্র দখলে নেয়। চলতি মাসের ২৩ তারিখ জাতীয় পার্টির নেতা মকলেছুর রহমান আসবাবপত্রগুলো ফেরত চাইলে আসামিরা বন্দুক দেখিয়ে বাদিকে ভয় দেখায় এবং সেগুলো ফেরত চাইলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে উল্লেখ করা হয়।

মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। এর আগে ২০ আগষ্ট সাবেক এমপি এম এ তালহাসহ জাতীয় পাটির পাঁচ নেতার নামে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত খবর