ইভিএম ব্যবহারে আজ ২য় দফা বৈঠকে ইসি

প্রতীকী ছবি

ইভিএম ব্যবহারে আজ ২য় দফা বৈঠকে ইসি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইভিএম ব্যবহারে আরপিও সংশোধন করতে আজ ২য় দফা বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বৈধতা দিতে এই বৈঠক। এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে আলোচনা হবে আজ।

বিদ্যমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান থাকলেও সংসদ নির্বাচনে এর ব্যবহারের বিধান নেই।

তাই আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে কমিশন। এ নিয়ে আগেও একাধিক বৈঠক হয়েছে। আজ ২য় দফা বৈঠকে বসছেন নির্বাচন কমিশন।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।

বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল আপত্তি করলেও তিন হাজার ৮২৯ কোটি টাকার ইভিএম কেনার পরিকল্পনা করেছে ইসি। এ টাকায় দেড় লাখ ইউনিট ইভিএম কেনার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা আছে তাদের। সেই লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিশন অনুমোদন করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আজকের বৈঠকে ইসি আরপিও সংশোধন অনুমোদন করে তা আইন মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ে ভেটিং শেষে তা মন্ত্রিসভায় উঠবে। সেখানে পাস হলে তা সংসদ উত্থাপিত হবে এবং পাস করতে হবে। পরে তা কার্যকর হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর