বিদেশি কল কমেছে দিনে এক কোটি মিনিট

প্রতীকী ছবি

বিদেশি কল কমেছে দিনে এক কোটি মিনিট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিদেশ থেকে আসা ফোন কলের পরিমাণ দিনে এক কোটি মিনিট কমছে। প্রতিদিন এখন কল আসছে সাড়ে ৪ কোটি মিনিটের নিচে।

গেল ফেব্রুয়ারিতে সরকার বিদেশ থেকে আসা ফোন কলের টার্মিনেশন রেট বাড়ানোর কারণে কলের পরিমাণ ২০% কমেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। জুলাইয়ের শেষে গড়ে দিনে কল এসেছে ৪ কোটি ৩০ লাখ মিনিট।

ফেব্রুয়ারিতে যা ছিল দিনে ৫ কোটি ৪০ লাখ মিনিট।

কল রেট বাড়ানোর ফলে বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার। এছাড়া যোগাযোগ বিষয়ক বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। এ বিষয়গুলোকেও বিদেশি কলের পরিমাণ কমে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে মিনিট প্রতি কল টার্মিনেশন রেট ১ দশমিক ৭৫ সেন্ট থেকে বাড়িয়ে আড়াই সেন্ট করে সরকার। এরপর থেকেই বিদেশি কল ধারাবাহিকভাবে কমতে শুরু করে।

মার্চ-এপ্রিল মাসেও দিনে কলের গড় পরিমাণ ৫ কোটি মিনিটের বেশি ছিল। ৩ বছর আগে সর্বোচ্চ ১২ কোটি মিনিট পর্যন্তও কল হয়েছে।

বিটিআরসির কর্মকর্তারা ধারণা করছেন, কল টার্মিনেশন রেট বৃদ্ধি করার কারণে বৈধ পথে আসা কলের পরিমাণ কমলেও বাকি কল অবৈধ পথে চলে গেছে। ফলে অবৈধ পথে চলে যাওয়া কল থেকে আর কোনো রাজস্ব পাচ্ছে না সরকার।


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর