গ্রাম প্রধানের বাড়িতে ডাকাত খুন!

প্রতীকী ছবি

গ্রাম প্রধানের বাড়িতে ডাকাত খুন!

ফাতেমা জান্নাত মুমু  • রাঙামাটি

রাঙামাটির কাউখালী উপজেলায় কার্বারীর (গ্রাম প্রধান) বাড়িতে অভিযুক্ত ডাকাত দলের এক সদস্য খুন হয়েছে। আজ (৩০ আগস্ট,বৃহস্পতিবার) ভোর রাতে ৩নং ঘাগড়া ইউনিয়নের পোরামন পাড়ার জল কুমার কার্বারীর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জল কুমার কার্বারীর (৬০) বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ৬-৭ জন উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়।

এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা লুট করতে থাকে তারা।  

এক পর্যায়ে জল কুমার কার্বারী ডাকাতদের বাধা দিলে তারা তাকে খুপিয়ে জখম করে। কার্বারীর বাড়ির সদস্যরাও আত্মরক্ষার্থে ডাকাতদের ওপর পাল্টা আক্রমণ করে। এ সময় এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়।

পরে বাকি ডাকাতরা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।  

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ বাহিনী আহত কার্বারী ও নিহত ডাকাতকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে।  

এ ব্যাপারে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রহমান জানান, ডাকাতদের হামলায় আহত জল কুমার কার্বারীর মাথার বাম পাশে ৫টি সেলাই পড়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। নিহত ডাকাতের লাশ মর্গে রয়েছে।  

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর কবির বলেন, ‘নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি। পালিয়ে যাওয়া ডাকাতদেরও ধরা যায়নি। তাই এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ’ 

এসপি আরও বলেন, ‘যাদের বাড়িতে এ ঘটনা ঘটেছে, তারা এটাকে ডাকাতির চেষ্টা বলে জানিয়েছেন। তবুও বিষয়টির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ’

 

মুমু/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর