টিআইবি'র জরিপে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ পুলিশ!

বগুড়া থানার দৃশ্য। ঘটনাটি ঘটেছিল ২০০৭ সালের ২৫ জানুয়ারি

টিআইবি'র জরিপে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ পুলিশ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)সম্প্রতি এক জরিপ চালিয়েছে। তাতে দেখা যাচ্ছে, সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।

জরিপে এর পরই রয়েছে পাসপোর্ট, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বিচারিক সেবা, ভূমি, শিক্ষা এবং সরকারি স্বাস্থ্য সেবা।

সরকারি-বেসরকারি মিলিয়ে ১৫টি খাতে দুর্নীতির চিত্র উঠে এসেছে টিআইবির এই খানা জরিপে।

গ্রাম এবং শহর মিলিয়ে ১৫ হাজার খানা বা একই বাড়িতে বসবাসকারীদের ওপর এই জরিপ চালানো হয়।

ফলাফলে দেখা যাচ্ছে, এই জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৭২.৫% পুলিশের হাতে কোনো না কোনো ধরনের দুর্নীতির শিকার হয়েছেন। এর মধ্যে শহরের তুলনায় গ্রামের মানুষরা পুলিশী দুর্নীতির শিকার বেশি হয়েছেন।

সাধারণ মানুষের মত, তারা পুলিশের বিভিন্ন বিভাগকে বেশি ঘুষ দিয়েছেন, নানা ধরনের ভয়ভীতির শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যে মামলার হুমকি দেয়া হয়েছে, বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা জিডি করতে গিয়ে পুলিশ কর্মকর্তার অনীহার শিকার হয়েছেন।

জরিপ অনুযায়ী, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগ হচ্ছে থানা পুলিশ। এরপর রয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চ।

news24bd.tv
মাইক্রোবাস চালকের থেকে ঘুষ নিচ্ছে এক ট্রাফিক পুলিশ [ফাইল ছবি]

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো জনগণের কাছ থেকে এই মেয়াদে ২১৬৬ কোটি টাকা ঘুষ হিসেবে আদায় করেছে বলে টিআইবি’র এক হিসেব বলছে।

আরেকটি দিক বেরিয়ে এসেছে এই জরিপ থেকে। তা হলো স্বল্প আয়ের মানুষের ওপর বেশি নির্যাতন চালিয়েছে পুলিশ।  

ফলাফলে দেখা যাচ্ছে, যাদের আয় মাসিক ১৬ হাজার টাকার কম, তাদের বার্ষিক আয়ের ২.৪১% অর্থাৎ প্রায় সাড়ে ৪ হাজার টাকা পুলিশকে ঘুষ দিতে হয়। অন্যদিকে, যাদের আয় বেশি তারা পুলিশকে তুলনামূলকভাবে কম ঘুষ দেন। একইভাবে স্বল্প শিক্ষিতরাও বেশি ঘুষ দিতে বাধ্য হন।

এই জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি দমন বা আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা যাদের, তাদের মধ্যে দুর্নীতির ব্যাপকতা সত্যিই উদ্বেগজনক। ’

‘আমাদের জন্য আরও উৎকণ্ঠার বিষয় হচ্ছে, ৮৯% মানুষ বলেছে যে তারা ঘুষ দিতে বাধ্য। কারণ ঘুষ না দিলে তারা সেবা পাবেন না। ’

তিনি আরও বলেন, ‘যারা ঘুষ দিতে বাধ্য হন, তারা এটাকে জীবন যাত্রার অংশ হিসেবে মেনে নিয়ে চলতে বাধ্য হচ্ছেন। ’ 

টিআইবি’র এই খানা জরিপ সম্পর্কে পুলিশের বক্তব্য এখনও জানা সম্ভব হয়নি।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর