তেরেসা মে'র নাচের ভিডিও ভাইরাল

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ছবি- রয়টার্স

তেরেসা মে'র নাচের ভিডিও ভাইরাল

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

শুধু দেশই চালান না, নাচতেও কম যান না ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। আর সেটাই দেখা গেল এক ভিডিওতে। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে মঙ্গলবার কেপটাউনের একটি স্কুলের শিক্ষার্থীদের নাচের তালে পা মেলান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

কেপটাউনের আইডি এমকাইজ স্কুলে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার পতাকা উঁচিয়ে তেরেসা মে- কে স্বাগত জানান শিক্ষার্থীরা৷ পরে তাদের সঙ্গে নাচেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

নাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

লন্ডনভিত্তিক আইটিভি নিউজ ভিডিওটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার করেছে। এখন পর্যন্ত এটি দশ লাখের বেশিবার দেখা হয়েছে। সেখান থেকে ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় ছয় হাজার বার৷ মন্তব্য করেছেন প্রায় পাঁচ হাজার মানুষ।