ভারতীয় নৌবাহিনীতে ১১১ হেলিকপ্টার!

ভারতীয় নৌবাহিনীতে ১১১ হেলিকপ্টার!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিজেদের সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মহলে আরও শক্তিশালী করার প্রতিযোগিতায় এগিয়ে যেতে এবার ভারত তাদের নৌবাহিনীতে যোগ করছে ১১১টি হেলিকপ্টার। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী টুইট করে জানান।

নৌবাহিনীতে ১১১টি হেলিকপ্টার যুক্ত করার মাধ্যমে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রথম প্রজেক্ট সফল হবে। অনুসন্ধান, অাক্রমণ এবং উদ্ধার অভিযানে ব্যবহার করা যাবে এসব হেলিকপ্টার।

এছাড়াও সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে ১৫৫ এমএম অ্যাডভান্সড আর্টিলারি গান সিস্টেম। ডিআরিও কোম্পানি এই বন্দুকগুলো ডিজাইন ও তৈরি করবে বলে জানা গেছে। এছাড়া ২৪টি মাল্টি রোল হেলিকপ্টারও অনুমোদন পেয়েছে, যা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে যুক্ত হতে পারবে।

এসবের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৪টি শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম কেনার অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে ১০টি ভারতেই তৈরি হবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ডিপ্লোম্যাট

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর