হেলিকপ্টারে অফিস করছেন ইমরান!

হেলিকপ্টারে অফিস করছেন ইমরান!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্ষমতায় আাসার আগে থেকেই দুর্নীতি আর খরচ কমানোর কথা বলে আসছিলেন। সেটা মেনে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নিজের শপথ গ্রহণের দিনেও। আর এখন সেই ব্যক্তিই কিনা রোজ গাড়ির বদলে হেলিকপ্টারে করে অফিসে আসা-যাওয়া করছেন! বলা হচ্ছিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের কথা।

ইমরানের হেলিকপ্টারে করে অফিস যাওয়া নিয়ে সমালোচনার পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাফাই গেয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং পিটিআইয়ের নেতা আলি মুহম্মদ খান।

 

তাদের দাবি, বানি গালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয়ের ১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রমে হেলিকপ্টার যাত্রায় খরচ অনেক কম হয়!

news24bd.tv

তাদের যুক্তি, সড়কপথে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ৫-৭টা বিলাসবহুল ও বুলেটপ্রুফ গাড়ি থাকে। আকাশপথে সেই ঝামেলা নেই। তাছাড়া এতে সময়ও বাঁচে অনেক। প্রধানমন্ত্রী সচিবালয়ে যান মাত্র ৩ মিনিটে।

আর সড়কপথে যাচ্ছেন না বলে রাস্তায় অন্য গাড়িকেও দাঁড়াতে হচ্ছে না। ফলে সব দিকেই সাশ্রয় হচ্ছে।

আকাশপথ সবক্ষেত্রেই যে ব্যয়বহুল নয়, এবার সেটাই প্রমাণ করে ছাড়লেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক। কিন্তু ইমরানের এই সূক্ষ্ম হিসেব আর ফাওয়াদ-আলি মুহম্মদের এই যুক্তি সাধারণ পাকিস্তানিরা বুঝলে তো...!
 

সূত্র: দুনিয়া নিউজ, ফার্স্ট পোস্ট

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর