সাতক্ষীরা সদর হাসপাতালে আগুন

সাতক্ষীরা সদর হাসপাতালে আগুন

শাকিলা ইসলাম জুঁই • সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (৩১ আগস্ট, শুক্রবার) দুপুরে এই ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিটি স্ক্যান বিভাগে স্থাপিত ট্রান্সফরমার ও ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে।

সদর হাসপাতালের আরএমও ডাক্তার ফরহাদ জামিল জানান, সম্প্রতি সিটি স্ক্যান বিভাগে ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।

কিন্তু ভোল্টেজ অ্যাডজাস্ট হচ্ছিল নািএই ভোল্টেজ বাড়ছে তো, এই কমছে।  

news24bd.tv

এমতাবস্থায় দুপুরে হঠাৎ করেই সিটি স্ক্যান রুম থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।  

ডাক্তার ফরহাদ আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও ট্রান্সফরমারের কয়েকটি ব্যাটারি ও তার পুড়ে গেছে।

তবে সিটি স্ক্যান বা অন্য কোনো যন্ত্রের ক্ষতি হয়েছে কিনা তা টেকনিশিয়ান না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

 

শাকিলা/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর