রাঙামাটিতে ২ ইউপিডিএফ কর্মী আটক

রাঙামাটিতে ২ ইউপিডিএফ কর্মী আটক

চাঁদাবাজির অভিযোগ

রাঙামাটিতে ২ ইউপিডিএফ কর্মী আটক

ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটকৃতদের নাম- কিনামোহন চাকমা (৩৭) ও নীলমোহন চাকমা(৩১)। শনিবার ভোর রাতে রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইউপিডিএফ কর্মী বলে দাবি করেছে।


 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল রাঙামাটি সদরের কুতুকছড়ির উপর পাড়ায় অভিযান চালায়। এ সময় নগদ ২ লক্ষ ৪০হাজার টাকা, চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন বিপ্লবী বই, চারটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যৌথবাহিনী আটক দুইজনকে নানিয়ারচর উপজেলা থানায় হস্তান্তর করে।
 
এ ব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, এলাকায় অশান্তি ও দীর্ঘদিন ধরে চাদাঁবাজির অভিযোগ রয়েছে আটককৃত ২ ইউপিডিএফ কর্মীর বিরুদ্ধে।
তাই তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর