ছেলের সমাধির পাশেই সমাহিত হবেন রমা চৌধুরী

ছেলে দীপংকর টুনুর সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বীরাঙ্গনা রমা চৌধুরী

ছেলের সমাধির পাশেই সমাহিত হবেন রমা চৌধুরী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ছেলে দীপংকর টুনুর সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘একাত্তরের জননী’ খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী।

তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী তার শব দাহ না করে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রমা চৌধুরীর ভাতিজা সমীর চৌধুরী। গণমাধ্যমকে তিনি জানান, ‘পিসির (ফুফুর) শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর মৃতদেহ না পুড়িয়ে সমাহিত করা হবে। ব্রাহ্মণ সাজু চক্রবর্তী ধর্মীয় রীতি অনুযায়ী তাকে সমাহিত করবেন।



আরও পড়ুন → না ফেরার দেশে রমা চৌধুরী

আজ (০৩ সেপ্টেম্বর, সোমবার) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রমা চৌধুরী। এরপর সকাল ১০টার দিকে নগরীর শহীদ মিনার এলাকায় তাঁকে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।

news24bd.tv

আরও পড়ুন → রমা চৌধুরীকে গার্ড অব অনার

দুপুর ১টার দিকে রমা চৌধুরীর মরদেহ নিয়ে শহীদ মিনার থেকে তাঁর গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার পোপাদিয়ার উদ্দেশ্যে রওনা হন স্বজনেরা। দুপুর আড়াইটার দিকে রমা চৌধুরীর মরদেহ বোয়ালখালীতে এসে পৌঁছায়।

সেখানে মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন উপজেলা প্রশাসনসহ বোয়ালখালীর সর্বস্তরের মানুষ।

বিকেল ৪টার দিকে রমা চৌধুরীর মরদেহ সমাহিত করার কথা রয়েছে।


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর