১৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট

১৫ জন নিহতেঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট জমা ▐ NEWS24

নাটোরের সড়ক দুর্ঘটনা

১৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট

নাটোর প্রতিনিধি

নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। আজ সোমবার সকালে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামান।

এসময় কমিটির অন্য দু'সদস্য বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বিআরটিএ'র সহকারী পরিচালক সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

৮ পৃষ্টার এই তদন্ত রিপোর্টে লেগুনা চালকের বেপোয়ারা গতিতে দুর্ঘটনার মূল কারণ হিসেবে দায়ী করা হয়েছে।

এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে মোট ১২টি সুপারিশমালা তুলে ধরা হয়েছে।

গত ২৫ আগস্ট বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়। এরপর নাটোর জেলা প্রশাসন ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।


▐ NEWS24/কামরুল

সম্পর্কিত খবর