সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহলরত বিএসএফ সদস্য

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

মোঃ রফিকুল আলম • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল (২৭) নামে এক বাংলাদেশি রাখাল আহত হয়েছেন। আজ (৩ সেপ্টেম্বর, সোমবার) রাত আড়াইটার দিকে সীমান্তের ২০৪/৫ মেইন পিলারের নিকট এই ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ শহীদুল ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

১৬বিজিবি’র বাঙ্গাবাড়ী বিওপি কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদুল গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে গরু আনতে যায়। এ সময় ভারতের মালদহ জেলার ৪৪বিএসএফ পেট্রোলঘর বিওপি সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে তার বাম হাতে ২টি গুলি লাগে। তবে গুলিবিদ্ধ অবস্থাতেই দেশে পালিয়ে আসতে সক্ষম হয় শহীদুল।

 

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর রামেক হাসপাতালে নিয়ে আসে।  

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
 

রফিকুল▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর