‘ট্রাম্প কী বলেন নিজেও জানেন না’

ডোনাল্ড ট্রাম্প ও জন কেরি।

‘ট্রাম্প কী বলেন নিজেও জানেন না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।  

তিনি বলেছেন, ট্রাম্প বানিয়ে কথা বলেন এবং প্রায় সময় তিনি সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেন না।

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে সবচেয়ে খারাপ চুক্তি বলে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়ে আসছেন সে সম্পর্কে কেরি একথা বললেন।

ট্রাম্প পরমাণু সমঝোতাকে আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর বলে  তা থেকে বেরিয়ে গেছেন।

২০১৫ সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জন কেরি।

কেরি বলেন, আমি দুঃখের সঙ্গে বলছি, দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় ট্রাম্প কী বলেন তা তিনি নিজেও ঠিক জানেন না। ট্রাম্প বানিয়ে কথা বলেন এবং অন্যান্য জিনিস তিনি যেভাবে তৈরি করেন তেমনি তিনি কথা বানান।

সিবিএস টেলিভিশনের ‌‘ফেইস দ্যা নেশন’ অনুষ্ঠানে সাবেক মার্কিন শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন।

রোববার তার এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।

গত মে মাসে কেরিকে আক্রমণ করে ট্রাম্প টুইটারে পোস্ট দিয়েছিলেন। সে সম্পর্কে কেরি কোনো জবাব দিয়েছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি এখনো জবাব দিইনি। আমি মনে করি, অসৎ টুইটের চেয়ে আমেরিকা ও আমাদের গণতন্ত্র অনেক বেশি চিন্তাশীল। ট্রাম্পের ভূমিকার কারণে আন্তর্জাতিক পরমাণু নীতি বাধাগ্রস্ত হবে।

 (নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর