মোটরসাইকেলে হেলমেট না থাকলে মিলবে না তেল

ফাইল ছবি

মোটরসাইকেলে হেলমেট না থাকলে মিলবে না তেল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীতে যেসব মোটরসাইকেল আরোহীদের হেলমেট থাকবে না, তাদের তেল দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পেট্রল পাম্পগুলোর মালিকদের সঙ্গে কথা বলেছি- মোটরসাইকেলে যাদের হেলমেট থাকবে না, তাদের তেল দেয়া হবে না।

তিনি বলেন, মোটরসাইকেলে তিন যাত্রী উঠতে পারবে না।

যাত্রীকে অবশ্যই হেলমেট পরতে হবে। ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং ও আন্ডারপাস ছাড়া রাস্তা পার হওয়া যাবে না।

তিনি জানান, রিকশার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ঢাকা শহরের নিবন্ধন নেই— এমন রিকশা চলতে দেয়া হবে না। বাসের মধ্যে চালকের মোবাইল নম্বর ও ছবি টাঙিয়ে রাখতে হবে।

 

▐ NEWS24/কামরুল

সম্পর্কিত খবর