আগামীকাল দেশে আসছে ৪ বাংলাদেশির মরদেহ

জুলাইয়ে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ৪ বাংলাদেশি

আগামীকাল দেশে আসছে ৪ বাংলাদেশির মরদেহ

স্পেন প্রতিনিধি

নিউজ টোয়েন্টিফোর প্রবাসের খবর’ নামে ফেসবুক গ্রুপে সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল-আমীনের একটি পোস্ট নজরে আসে স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সৌদি প্রতিনিধির ওই পোস্টটির সারমর্ম ছিল- সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশির লাশ শনাক্তকরণ ও দেশে ফেরত পাঠানো নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।  

পরবর্তীতে স্পেন ছাত্রলীগ সভাপতি এ ব্যাপারে প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ ওয়েজ ওর্নাস বোর্ডের সাথে যোগাযোগ করেন। তাতে সফলও হন তিনি।

তার অনুরোধে সৌদিতে মারা যাওয়া ৪ বাংলাদেশির লাশ ফেরতের ব্যাপারে প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি হস্তক্ষেপ করেছেন। আগামীকালই (৫ সেপ্টেম্বর, বুধবার) দেশে আসছে তাদের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা এবং মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হুমায়ূন কবির।

news24bd.tv
প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান

গেল ৪ জুলাই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি হলেন- মাগুরার শাহ আলম, ঢাকার মনির হোসেন, নড়াইলের সৈয়দ হোসেন আলী এবং যশোরের সাইফুল ইসলাম রুবেল।

news24bd.tv
নিহত ওই ৪ ব্যক্তির মধ্যে দুইজনকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা গেলেও অপর দুইজনকে শনাক্ত করতে গড়িমসি করছিল সৌদির এক হাসপাতালের ফরেনসিক বিভাগ। তবে স্পেন ছাত্রলীগ সভাপতির অনুরোধের পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। শেষমেশ ১৫ দিনের মাথায় অপর দুই বাংলাদেশিকেও শনাক্ত করা সম্ভব হয়।

পরবর্তীতে আইনি জটিলতার কারণে লাশগুলো দেশে ফেরত আনতে কিছুটা সময় লেগে যায়। সব ঠিকঠাক থাকলে আগামীকালই  লাশগুলো বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী  হুমায়ূন কবির।  



ইসমাইল▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর