কলকাতায় ভেঙে পড়ল উড়াল সেতু, বহু হতাহতের আশঙ্কা

মাঝেরহাটে ভেঙে পড়া উড়াল সেতু

কলকাতায় ভেঙে পড়ল উড়াল সেতু, বহু হতাহতের আশঙ্কা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের (বাংলার) মাঝেরহাটে ভেঙে পড়েছে উড়াল সেতুর একাংশ। আজ (৪ সেপ্টেম্বর,মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর কলকাতার এই সেতুটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার সময় সেতুর ওপর একাধিক যাত্রীবাহী যানবাহন ছিল। ফলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ কলকাতার সঙ্গে বজবজের যোগাযোগ তৈরি করে এই উড়াল সেতু।

এলাকাবাসী বলছেন, যে সময় সেতুটি ভেঙে পড়ে, সে সময় তার নিচে অনেক নির্মাণ শ্রমিক ছিলেন। ইতোমধ্যে ৬জনের আহত হওয়ার খবর এসেছে। তাদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক।

 

ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। উদ্ধারকাজ শুরু হলেও সেতুর নিচে অনেকে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই সেতুর নিচ দিয়েই গেছে বজবজ শাখার রেললাইন। দূরে একটি ট্রেন ছিল। সেটি সেতুর নিচ দিয়ে যাওয়ার আগেই সেতুটি ভেঙে পড়ে। ট্রেনটি সেতুর নিচে থাকলে আরও বড় বিপদ হতে পারতো। এই দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ রয়েছে বজবজ শাখার ট্রেন চলাচল।

এদিকে, ঘটনাস্থল ঘুরে দেখেছেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।  

জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে বৃষ্টি হচ্ছিল। সে কারণে এই সেতু ভেঙে পড়েছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুই বছর আগে রাজ্যের পোস্তাতেও নির্মাণাধীন একটি উড়াল সেতু ভেঙে পড়েছিল। সেই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়।



সূত্র: আনন্দ বাজার পত্রিকা, এবেলা 

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর