ইসির সঙ্গে সংলাপে বিকল্পধারা

নির্বাচন কমিশন ভবন

ইসির সঙ্গে সংলাপে বিকল্পধারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নবম সংসদের প্রতিনিধি নিয়ে সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এ আহ্বান জানান তিনি।  

আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকলপনা বাস্তবায়নে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে আজ অংশ নেয় বিকল্পধারা। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

 বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।  

বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ১৪ নেতা-কর্মী বৈঠকে অংশ নেন।  

জানা গেছে, সংলাপে সেনাবাহিনীর সহায়তা নিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, সীমানা অপরিবর্তিত রাখা, ভোটের এক মাস আগে ও ভোটের পরে ১৫দিন পর্যন্ত সেনা মোতায়েনসহ মোট ১৩ দফা প্রস্তাব দিয়েছে দলটি। এসময় তারা দশম সংসদের ভিত্তি নেই বলেও মতামত দেয়।

 

এদিকে বিকেল তিনটায়, ইসলামি ঐক্যজোটের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর