‘ট্রাম্পের বুদ্ধি ৬ষ্ঠ গ্রেডের’

বব উডওয়ার্ড তার লেখা বই ফেয়ার।

‘ট্রাম্পের বুদ্ধি ৬ষ্ঠ গ্রেডের’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা করতে চেয়েছিলেন বলে তথ্য প্রকাশ করেছেন মার্কিন খ্যাতনামা সাংবাদিক বব উডওয়ার্ড। বব প্রকাশিত নতুন একটি বইয়ে এ তথ্য প্রাকাশ করা হয়।

ফেয়ার নামের এ বইয়ের অংশবিশেষ প্রকাশ করেছে দৈনিক ওয়াশিংটন পোস্ট।

সেখানে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে বলেছিলেন, তিনি সিরিয়ার নেতাকে হত্যা করতে চান।

এর আগে, সিরিয়ার ইদলিব প্রদেশের খান শায়খুন এলাকায় কথিত রাসায়নিক হামলার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করে ওয়াশিংটন।  

ট্রাম্প ফোনে ম্যাটিসকে বলেছিলেন, তাকে হত্যা করুন। সিরিয়ায় ঢুকে পড়তে হবে এবং আসাদ ও আরো অনেককে হত্যা করতে হবে।

এদিকে ম্যাটিস বলেছিলেন, তিনি শিগগিরি এটা করবেন।

ম্যাটিস এ বক্তব্যের মধ্যদিয়ে দৃশ্যত ট্রাম্পকে শান্ত করার চেষ্টা করেছেন। ফোন রেখে ম্যাটিস একজন শীর্ষ পর্যায়ের সহকর্মীকে বলেছিলেন, আমরা এর কিছুই করব না। আমরা ভেবেচিন্তে কাজ করব।

এ ঘটনার পর মার্কিন জাতীয় নিরাপত্তা টিম সিরিয়ার বিরুদ্ধে বিমান হামলার প্রস্তুতি নেয় যার নির্দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দিয়েছিলেন।

বব উডয়ার্ড বলছেন, পররাষ্ট্র বিষয়ে ট্রাম্পের অজ্ঞতা দেখে জিম ম্যাটিস বিস্মিত হয়েছিলেন এবং তিনি তার ঘনিষ্ঠ লোকজনকে বলেছিলেন, ট্রাম্পের বুদ্ধি ৫ম অথবা ৬ষ্ঠ গ্রেডের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর