৯০ হাজার মার্কিন ডলার ও ১কেজি স্বর্ণসহ আটক ৩

৯০ হাজার মার্কিন ডলার ও ১কেজি স্বর্ণসহ আটক ৩

৯০ হাজার মার্কিন ডলার ও ১কেজি স্বর্ণসহ আটক ৩

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় ৯০ হাজার মার্কিন ডলারসহ ২ জন হুন্ডি ব্যবসায়ী এবং যশোর সদরের পতেঙ্গালী এলাকা থেকে প্রায় ১ কেজি ওজনের ১০ পিস  স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

স্বর্ণের বারগুলি জুতার ভেতর লুকানো ছিল। স্বর্ণের বারসহ আটককৃতের নাম হাসানুজ্জামান (৩০)। সে সদর উপজেলার খড়কি এলাকার মমিন উদ্দিনের ছেলে।

মার্কিন ডলারসহ আটককৃতরা হচ্ছেন নড়াইল জেলার লড়াগাতি থানার মৃত আমির হোসেনের ছেলে ওবায়দুর রহমান (২৭),ও কাওসার মোল্লার ছেলে মাসুদ মোল্লা (৩০)।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, বৃহস্পতিবার সকালে আমড়াখালী চেকপোষ্ট ও যশোর সদর উপজেলার পতেঙ্গালীতে পৃথক দুটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মার্কিন ডলারসহ ২ জন এবং স্বর্ণের বারসহ ১ জনকে আটক করা হয়েছে। আটক স্বর্ণ ও ডলারের বাংলাদেশী আনুমানিক মূল্য প্রায় ১কোটি ৪০লাখ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর