দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ

স্কুলের ব্ল্যাকবোর্ডে নিজের নাম লিখছে এক শিশু শিক্ষার্থী

দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২ শতাংশ ৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। যা ২০১৭ সালে ছিলো ৭২ শতাংশ ৩ শতাংশ।  

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আজ (৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নতুন উপাত্ত তুলে ধরেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

news24bd.tv

৫ম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কবে বাতিল হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যতদিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে। ’আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণী পর্যন্ত করার বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটার বাস্তবায়ন হবে।

news24bd.tv

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

যার মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সেমিনার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ জামান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর