এশিয়া কাপের দলে মুমিনুল

মুমিনুল হক [ফাইল ছবি]

এশিয়া কাপের দলে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

চন্ডিকা হাথুরুসিংহের জামানায় মুমিনুল হককে দেখা হতো টেস্ট ঘরানার ব্যাটসম্যান হিসেবে। শ্রীলঙ্কান কোচ অধিকাংশ সময়েই সীমিত ওভারের ক্রিকেটের জন্য বিবেচনায় রাখতেন না মুমিনুলকে। অভিযোগ ছিল,তার ব্যাটিং স্টাইল ঠিক ‘ওয়ানডে সুলভ’ নয়। কিন্তু কঠোর পরিশ্রমে সীমিত ওভারেও এখন দুর্দান্ত খেলছেন এই ‘মিনি টাইগার’।

আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের হয়ে দারুণ পারফর্ম করার পরও প্রথমে জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। তবে শেষ পর্যন্ত দলের সাথে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। নাজমুল হোসেন শান্ত চোটে পড়ার কারণেই কপাল খুলেছে তার।

গতকাল অনুশীলনের সময় আঙুলে ব্যাথা পান শান্ত।

যদিও শান্তকে নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি। তাই ব্যাকআপ হিসেবে মুমিনুলকে অন্তর্ভুক্ত করার জন্য কালই বিসিবি বস পাপনের অনুমোদন নিয়ে রেখেছেন নিয়েছেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘শান্তর (নাজমুল) চোট নিয়ে চূড়ান্ত প্রতিবেদন এখনো পাইনি। তবে মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা বিসিবি সভাপতির অনুমোদন নিয়ে রেখেছি। ’


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর