পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

তপুর এই হেড থেকেই জয় এসেছে বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রথমার্ধে সেয়ানে-সেয়ানে লড়াই চললেও দ্বিতীয়ার্ধে একক আধিপত্য বাংলাদেশের। কিন্তু গোল হয় হয় করেও হচ্ছিল না কিছুতেই। অবশেষে ৮৫ মিনিটে অপেক্ষার অবসান।  

তপু বর্মনের হেড ঠিকানা খুঁজে পেতেই বঙ্গবন্ধুর গ্যালারি ঠাসা দর্শকের বাঁধভাঙা উল্লাস।

বাকিটা সময় এ গোল ধরে রাখতে সমর্থ হলো আশরাফুল রানা-নাসিরউদ্দিন-ওয়ালি ফয়সালরা।

আর এতেই ‘জন্মশত্রু’ পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ (৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার)তপুর করা ওই একমাত্র গোলেই পূর্ণ পয়েন্ট তুলে নিলো বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে এখন লাল-সবুজের প্রতিনিধিরা।

নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল জেমি ডের শিষ্যরা।

এদিকে, দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নেপাল। কাল পাকিস্তানের বিপক্ষে আকস্মিক হারে টুর্নামেন্ট শুরু করলেও আজ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নেপালিরা। বিশাল এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা।

পাকিস্তানেরও সমান ৩ পয়েন্ট হলেও নেপালের কাছে গোল পার্থক্যে পিছিয়ে পড়ে তৃতীয় স্থানে নেমে গেছে তারা।

 

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর