বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলারডুবি, নিখোঁজ ৭

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি, নিখোঁজ ৭

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলারডুবি, নিখোঁজ ৭

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বঙ্গোপসাগরে (পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন) ঝড়ের কবলে পড়ে এফবি ইলিয়াস নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে সাত জেলে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় আরও ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের জোবার বয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হচ্ছেন: নজিবপুর গ্রামের আবদুল কাদের (৩৮), মাহবুব (২৮), সাইফুল ইসলাম (২৫), ইব্রাহিম খান (২৫), চাকামইয়া এলাকার সিদ্দিক হাওলাদার (৩০) ও বরগুনার আল-আমিন (২৬)।

অন্যদিকে এর আগে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি রিনা মর্জিয়া নামের অপর আরেকটি ট্রলার ১৫ জন জেলেসহ ডুবে যায়। এ ট্রলারের সব জেলেদের উদ্ধার করা হয়েছে।

এফবি ইলিয়াস ট্রলারের মাঝি মনির হোসেন জানান, আকস্মিক ঝড়ের কবরে পড়ে ট্রলারটি ডুবে যায়।

আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, জেলেদের উদ্ধার করা হলেও ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর