এশিয়া কাপের আগে হাসান আলির হুঙ্কার

উইকেট নেওয়ার পর হাসান আলির ভিন্ন ঢংয়ে উদযাপন

এশিয়া কাপের আগে হাসান আলির হুঙ্কার

ক্রীড়া ডেস্ক

সবশেষ ভারত-পাকিস্তান দ্বৈরথের কথা মনে আছে? গেল বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের শিরোপা জয়ের সেই দিনটিতে ভারতের ৩ উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেন হাসান আলি। তরুণ এই পেসার ৬.৩ ওভারের স্পেলে এক মেডেনসহ দিয়েছিলেন মাত্র ১৯ রান।

দু’দলের সবশেষ দেখায় জয়ের সেই সুখস্মৃতি এখনও টাটকা হাসানের মনে।

গেল এক বছরে তো আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজেকে আরও মানিয়ে নিয়েছেন তিনি। ফিটনেসটা তার যুতসই। বলতে গেলে পাকিস্তান দলের মধ্যে সেরা। ফলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাঠে নামা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী হাসান।
একরকম হুঙ্কার ছেড়েই জানিয়ে দিলেন, একাই ভারতের সবকটি উইকেট নিতে চান তিনি।

ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা উৎসবের  ১৫ মাস পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দু'দল। এশিয়া কাপের মঞ্চে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ১৯ সেপ্টেম্বর 'এ' গ্রুপের ম্যাচে একে-অপরের মোকাবেলা করবে তারা।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডানহাতি এই ফাস্ট বোলার ভারত-পাকিস্তান লড়াইয়ে এগিয়ে রাখছেন নিজেদের, 'আমরা এখন এগিয়ে আছি। আগের হারের কারণে তারা এখন চাপে আছে। '

গেল কয়েক বছর ধরে আরব আমিরাতকে নিজেদের 'হোম ভেন্যু' হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। ফলে চেনা পরিবেশের সুবিধা নিতে চান ৩৩ ওয়ানডেতে ৬৮ উইকেট নেওয়া হাসান, 'আরব আমিরাতে আমাদের পরিচিত কন্ডিশনে খেলা হবে। আমরা ঘরের মাঠের সুবিধা পাবো, কারণ এখানে দীর্ঘদিন ধরে খেলছি। আমরা জানি, কিভাবে এই কন্ডিশনকে কাজে লাগাতে হয়। '

ভারতকে একাই গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে হাসান বলেছেন, 'ভারত ভালো দল। তাই ওদের পাঁচ উইকেট নেওয়ার বদলে আমি একাই দশ উইকেট নিতে চাই। আর নিজস্ব ঢংয়ে উদযাপন করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমার ভক্তদের খুশি করতে চাই। '

 

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো, ক্রিকট্রাকার

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর