সমকামিতা বৈধতার নেপথ্যে যারা

রিতু ডালমিয়া ও আমন নাথ।

সমকামিতা বৈধতার নেপথ্যে যারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতে সমকামিতা আর অপরাধ নয়। ভারতের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অবৈধ বলে রায় ঘোষণা করেন।

ঐতিহাসিক এই রায়ের পর দেশজুড়ে সমকামী সমাজ ও সমর্থনকারীরা উল্লাসে ফেটে পড়েন। বিভিন্ন স্থানে জড় হয়ে নেচে গেয়ে তাঁরা এই রায়কে স্বাগত জানান।

 

এর আগে ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের একটি আদেশ খারিজ করে দিয়ে বলেছিল ইন্ডিয়ান পিনাল কোডের ৩৭৭ ধারা (যাতে সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ) বাতিল করার কোনও অধিকার আদালতের নেই। কারণ সে দায়িত্ব পার্লামেন্টের।

সেই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দেশের পাঁচজন সেলিব্রিটি। যার অন্যতম আয়েষা কাপুর।

তারা সুপ্রিম কোর্টে পিটিশন করে নিজেদের রুলিং পুনর্বিবেচনার আর্জি জানান।

এই পাঁচজন তারকার আইনি লড়াইয়ের সুবাদেই আজ ভারতের লাখো মানুষ স্বাভাবিক প্রবৃত্তিতে জীবন যাপনের অধিকার পেলেন।

কারা এই পাঁচজন?
১। ৫৯ বছর বয়সী নভতেজ সিং জোহর ভারতের বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী, ভারতনাট্যম নৃত্যে অসাধারণ অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমির পুরস্কারে ভূষিত তিনি।

গত দুদশকের বেশি সময় ধরে তিনি যে সঙ্গীর সঙ্গে রয়েছেন তাকে নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশনটি দাখিল করেন।

তার যুক্তি, ভারতের সংবিধান যে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অঙ্গীকার করে - ৩৭৭ ধারা তার পরিপন্থী।

২। সাংবাদিক সুনীল মেহরা (৬৩) ম্যাক্সিম ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের সম্পাদক ছিলেন, তার সঙ্গে নভতেজ সিং জোহরের দেখা হয় ১৯৯৪ সালে।

ছমাস পর থেকেই তারা এক সঙ্গে থাকতে শুরু করেন, আজ প্রায় পঁচিশ বছর পেরিয়ে গেলেও ভাঙেনি তাদের জুটি।

সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে অন্যতম স্বাক্ষরকারী ছিলেন সাংবাদিক সুনীল মেহরাও।

৩। রিতু ডালমিয়া (৪৫) ভারতের নামী সেলিব্রিটি শেফ-দের একজন। তার ‘ডিভা’ রেস্তোরাঁ চেইন ভারতে সেরা ইটালিয়ান খাবারের অন্যতম ঠিকানা বলে ধরা হয়।

রিতুর জন্ম কলকাতায়, শহরের বেশ রক্ষণশীল একটি বনেদী মারোয়াড়ি পরিবারে। তিনি নিজেকে পরিচয় দেন লেসবিয়ান হিসেবে।

এক সাক্ষাৎকারে রিতু জানিয়েছিলেন, তিনি লেসবিয়ান এ কথা নিজের পরিবারের কাছে ঘোষণা করেন। তার বাবা-মাও সেটা সহজভাবে মেনে নেননি।

৪। এই পিটিশনে ৬১ বছর বয়সী আমন নাথও ভারতের নিমরানা হোটেল চেইনসের অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার।

শুধু হোটেলিয়ার নয়, শিল্পরসিক ও ইতিহাসবিদ হিসেবেও তার খ্যাতি দুনিয়াজোড়া। শিল্পকলা, ইতিহাস, স্থাপত্য ও ফোটোগ্রাফির মতো বহু বিষয়ে তিনি অজস্র বই লিখেছেন।

৫। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করে ফিরে আসা আয়েষা কাপুর ছিলেন সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনের পঞ্চম মুখ।

ই-কমার্সের জগৎ ছেড়ে দেওয়ার পর আয়েষা এখন যুক্ত ফুড অ্যান্ড বিভারেজ ইন্ডাস্ট্রিজের সঙ্গে - আর সেখানেও তিনি ভীষণ সফল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর