লঞ্চের ঢেউয়ে ডুবে গেল যাত্রীবাহী নৌকা

সংগৃহীত ছবি

লঞ্চের ঢেউয়ে ডুবে গেল যাত্রীবাহী নৌকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সুমি আক্তারের (১৮) মরদেহ পাওয়া গেছে। শনিবার দুপরের পর বুড়িগঙ্গা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। পরে কেরানীগঞ্জ থানা-পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে শিশু রবিউল ইসলাম (৭)।

এদিকে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা হাওয়া বেগম। নিখোঁজের পর থেকে সন্তানদের সন্ধান পেতে নদীর ধার দিয়ে পায়চারী করেছেন তিনি।

নৌ-পুলিশের ওসি আবদুর রাজ্জাক বলেন, নৌকাডুবির পর থেকে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার দুপরের দিকে সুমি আক্তারের লাশ ভেসে ওঠে।

লাশ পরিবারের কাছে দিয়ে দিয়েছি।

তিনি জানান, নদীতে স্রোত বেশি থাকায় যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখান থেকে লাশ অনেক দূরে ভেসে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে গ্রামের বাড়ি বরিশালের হিজলায় যাওয়ার জন্য শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে ডিঙ্গি নৌকায় ওঠেন মা হাওয়া বেগম, মেয়ে এবং দুই ছেলে ইমরান হোসেন ও রবিউল ইসলাম। উদ্দেশ্য নদী পার হয়ে সদরঘাটে গিয়ে বরিশালগামী লঞ্চে উঠবেন। কিন্তু মাঝ বুড়িগঙ্গায় এসে একটি লঞ্চের পানির ঢেউয়ে ডুবে যায় তাদের নৌকা। মা হাওয়া বেগম এবং বড় ছেলে ইমরান হোসেন নদী থেকে উঠতে পারলেও উঠতে পারেনি মেয়ে সুমি এবং ছোট ছেলে রবিউল ইসলাম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)