ট্রাম্পের রাষ্ট্রদূত প্রত্যাহার

ফাইল ছবি

ট্রাম্পের রাষ্ট্রদূত প্রত্যাহার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার তিন দেশ থেকে শুক্রবার রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। তাইওয়ানকে বাদ দিয়ে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র দপ্তর ডোমিনিকান রিপাবলিকের মার্কিন রাষ্ট্রদূত রবিন বার্নস্টেইন, এল সালভাদোরের মার্কিন রাষ্ট্রদূত জেন ম্যানেস ও পানামার ইউএস চার্জ ডি’অ্যাফেয়ার্স রোক্সানে ক্যাবরেলকে ডেকে পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির নেতারা ওই তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসবেন। ওয়াশিংটন গত মাসে চীনের বিরুদ্ধে তাইওয়ানের পশ্চিমা মিত্র দেশগুলোর ‘রাজনীতিতে হস্তক্ষেপ’ ও তাইওয়ানের সঙ্গে ওই দেশগুলোর সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ আনে।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর