যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নদীতে

বিধ্বস্ত হওয়া বিমান, রেডিও মিরায়ার টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ছবি।

যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নদীতে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুদানে একটি আভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে বিধ্বস্ত হয়। এতে বিমানের ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইরোল শহরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, বিমানটি মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে বিধ্বস্ত হয়। ওই বিমানে আরও লাশ রয়েছে বলে মোটামুটি নিশ্চিত করা হয়েছে।

বিমানটি ওড়ার সময় ২০জন যাত্রী ছিলেন।

উদ্ধারকারীরা জানায়, বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে। নদীতে বিমানটি ভেঙে পড়ায় লাশ উদ্ধারে সমস্যা হচ্ছে।

জাতিসংঘের রাডিও স্টেশন রেডিও মিরার টুইটারে বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে মাত্র তিনজন বেঁচে আছেন।

রেডিও মিরার দাবি অনুযায়ী, পতিত বিমানটিতে ১৯টি সিট ছিল। উড্ডয়নের সময় সবগুলো ছিট বুকিং ছিল। এছাড়া পাইলটের এখনো খোঁজ পাওয়া যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)