'৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে মেট্রোরেল'

ওবায়দুল কাদের। -ফাইল ছবি

'৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে মেট্রোরেল'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সরকার দ্রুত মেট্রোরেল প্রকল্প শেষ করতে চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'মেট্রোরেলের কাজ পুরোদমে চলছে।

আশা করি আগামী ছয় মাসের মধ্যে এ প্রকল্প দৃশ্যমান হবে। ' মেট্রোরেলের অগ্রগতি এখন পর্যন্ত ১০ থেকে ১২ ভাগ বলেও জানান তিনি।


বুধবার (১১ অক্টোবর) দুপুরে উত্তরায় মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের কাজ শুরুর পর হলি আর্টিজানের ঘটনা একটু পিছিয়ে দিয়েছে। কিন্তু জাইকার ফান্ডিং বন্ধ হয়নি। কাজ এখন পুরোদমে চলছে।

কাজে কোনো গাফিলতি নেই। জাইকার পুরো টিম কাজ করে যাচ্ছে।

পদ্মাসেতুর সঙ্গে তুলনা করে ওবায়দুর কাদের আরও বলেন, পিয়ারের ওপর স্প্যান বসানোর পর পদ্মা সেতু যেভাবে দৃশ্যমান মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে একইভাবে দৃশ্যমান হবে।

এছাড়া ঢাকায় আরও দু'টি মেট্রোরেলের প্রসেস আন্ডারওয়ে জানিয়ে মন্ত্রী বলেন, এমআরটি লাইন-১ এবং ৫ -এর জন্য জাপান সরকার অর্থ বরাদ্দ প্রক্রিয়ার মধ্যে হয়েছে। লোন চুক্তি হয়ে গেছে। ওই দুটি মেট্রোরেলের বড় অংশ আন্ডারগ্রাউন্ড হবে।

সম্পর্কিত খবর