রোবটের শরীরে রক্ত!

এই সেই রোবট।

রোবটের শরীরে রক্ত!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমরা রোবট বলতে বুঝি একটি ইলেক্ট্রোমেকনিক্যাল ডিভাইস যা তার পরিবেশে প্রতিক্রিয়া জানাতে সক্ষম এবং একটি নির্দিষ্ট টাস্ক অর্জনের জন্য স্বশাসিত সিদ্ধান্ত বা কর্ম গ্রহণ করে। কিন্তু এবার শুনুন একটু ব্যকিক্রম খবর। অর্থাৎ রোবটের শরীরে শুধু যন্ত্রই থাকে না। থাকে মানুষের মতো রক্তও।

অসুস্থ শিশুর আদলে তেমনি একটি রোবট তৈরি করা হয়েছে। যা মানুষের মতো। রোবটটির শরীরে মানুষের মতোই রক্ত রয়েছে, রোবটটি অনুভব করছে হৃত্স্পন্দন। হাতের আঙুলে সুঁই ফুটিয়ে শর্করা পরীক্ষার রক্ত সংগ্রহ করার পাশাপাশি ইসিজিও করা সম্ভব।

শরীরের বিভিন্ন স্থানে সেন্সর থাকায় সুচ ফুটানোর সময় রোগীদের মতো ব্যথায় চিৎকার করে ওঠে, এমনকি মাকেও ডাকতে পারে। খবর দ্য ডেইলি মেইল।

মজার ব্যাপার হলো রোবটটি মানুষের মতোই বিভিন্ন কাজ করতে পারে। পারে প্রস্রাব করতেও। শুধু তাই নয় মানুষের মতো রোগে ভোগে এ রোবট। ঝুঁকিতে থাকে হার্ট অ্যাটাকেরও। চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে তৈরি করা ‘হল’ নামে 
এ রোবটটির দাম ৪৮ হাজার ডলার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর