নিমন্ত্রণ না পেয়ে প্রধান শিক্ষককে পেটাল বখাটে

হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রধান শিক্ষক আব্দুস ছালাম

নিমন্ত্রণ না পেয়ে প্রধান শিক্ষককে পেটাল বখাটে

রতন মাহমুদ • শরীয়তপুর প্রতিনিধি

খাবার খেতে দাওয়াত না দেয়ার অজুহাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা এ.এস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ওই এলাকার ইলিয়াস সরদার নামে এক বখাটের বিরুদ্ধে।  

পরশু জাজিরা-লাউখোলা সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিল্টন সরদার বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দা ও ওই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জানা যায়, লাউখোলা এ.এস উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট থাকায় গেল বুধবার (৫ সেপ্টেম্বর) নিয়োগের মাধ্যমে ৯জন প্রার্থীর পরীক্ষা নেয়া হয়।

ওই পরীক্ষায় ৪জন উত্তীর্ণ হন। তাদের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করে পরীক্ষা বোর্ড। সেই দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিংও ছিল।  

মিটিং শেষে আগত সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মধ্যাহ্নভোজের জন্য এলাকার বখাটে ইলিয়াস সরদারকে সেদিন দাওয়াত করা হয়নি।  

দাওয়াত দেয়নি কেন- সেই অজুহাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালামকে (৫০) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সড়কে একা পেয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ইলিয়াস সরদার ও তার সঙ্গীরা।  

ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও ওই বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে গেলে বখাটে ইলিয়াস ও তার সঙ্গীরা পালিয়ে যায়।  

পরে আহত অবস্থায় প্রধান শিক্ষক আব্দুস ছালামকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ‌তি‌নি গুরুতর আহত অবস্থায় এখ‌নো হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন আছেন।

শিক্ষক আব্দুস ছালামের স্ত্রী গোলাপ বেগম বলেন, ‘দুপুরের খাবার খেতে দাওয়াত না দেয়ায় আমার স্বামীকে একা পেয়ে পিটিয়ে আহত করেছে ইলিয়াস। যেভাবে পিটিয়েছে, এভাবে মানুষ মানুষকে পেটায় না। আমার স্বামী এখন কানে শুনতে পারছে না, পা নাড়াতে পারছে না। প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীর ওপর হামলার বিচার চাই। ’ 

অভিযুক্ত ইলিয়াস সরদার বিষয়টি স্বীকার করে বলে, ‘সে দিন দুপুরে খাবারের জন্য সকলকে দাওয়াত দিয়েছে। আমাকে দেয়নি, তাই মারধর করেছি। ’

লাইখোলা এ.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া আক্তার (সমাজ বিজ্ঞান) ও আনোয়ার হোসেন মাদবর (আইসিটি) বলেন, ‘স্যারকে মারধর করছে শুনে, ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি স্যার মাটিতে পড়ে আছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমরা মানববন্ধন করবো। ’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহব্বত খান বলেন, ‘সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইলিয়াস সরদার হেরে যায়। সেই থেকেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালামের ওপর ক্ষিপ্ত ছিল ইলিয়াস। এখন আবার দুপুরের খাবারের জন্য তাকে দাওয়াত দেয়া হলো না। তাই শিক্ষককে একা পেয়ে পিটিয়ে আহত করেছে। এটা অন্যায়, এ ধরনের ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ’ 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আহত অবস্থায় শিক্ষক আব্দুস ছালামকে জাজিরা হাসপাতালে ভর্তি করলে আমরা বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বখাটে ইলিয়াস শিক্ষককে মারধর করে পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’ 


রতন▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর