‘ইরানের এস-৩০০ রাশিয়ার ক্ষেপনাস্ত্রের চেয়ে ভয়াবহ’

এস-৩০০।

‘ইরানের এস-৩০০ রাশিয়ার ক্ষেপনাস্ত্রের চেয়ে ভয়াবহ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একই ধরনের ব্যবস্থার চেয়ে বেশি নিখুঁত। এমন দাবি করেছে তেহরান।

রোববার তেহরানে প্রতিরক্ষা বিষয়ক এক সম্মেলনেইরানের সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির চ্যান্সেলর ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তার দেশের এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র, রাডার, লাঞ্চার ও এটি বহনকারী সামরিক যান সম্পূর্ণ ইরানের নিজস্ব প্রযুক্তিতে দেশের ভেতরেই তৈরি হয়।

তুলনা করলে ইরানের এ ব্যবস্থা রাশিয়ার একই ব্যবস্থার চেয়ে বেশি নিখুঁত ও কার্যকর বলে তিনি উল্লেখ করেন।

জেনারেল আহমাদ ওয়াহিদি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষক ও কর্মীরা গত ছয় বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর এস-৩০০ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন। এটি তেহরানের জন্য একটি বিশাল সাফল্য।

বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তির দিক দিয়ে ইরান একটি ব্যাপক পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলে উল্লেখ করে ইরানের সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির চ্যান্সেলর তার দেশের প্রতিরক্ষা শিল্প খাতে জড়িত গবেষক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর