প্রেসিডেন্টকে ‘বানর’ বলে ডাকায়...

প্রেসিডেন্টকে ‘বানরের’ মতো বলায় গ্রেপ্তার।

প্রেসিডেন্টকে ‘বানর’ বলে ডাকায়...

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কেনিয়ার প্রেসিডেন্টকে ‘বানর’ বলে ডাকায় গ্রেপ্তার হলেন এক ব্যবসায়ী। চীনা ওই ব্যবসায়ীর নাম লিউ জিয়াকি৷ তিনি চীনা এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করতেন৷ গত বৃহস্পতিবার এই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে কেনিয়া সরকার৷ 

কেনিয়ার অভিবাসন বিভাগ জানায়, এমন আচরণের কারণে তার ব্যবসায়ীক লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে৷ তাকে তার দেশে ফেরত পাঠানো হবে।

চীনা ওই নাগরিকের সঙ্গে তার কেনিয়ান কর্মচারীদের বিতণ্ডার এক পর্যায়ে ভিডিওটি ধারণ করা হয়৷

সেখানে দেখা যায়, ওই নাগরিক একের পর এক বর্ণবাদী মন্তব্য করে যাচ্ছেন৷ তিনি বলছেন, সব কেনিয়ান বানরের মতো৷ এমনকি উহুরু কেনইয়াতা (কেনিয়ার প্রেসিডেন্ট)৷ সবাই৷

ওই চীনা নাগরিকের এসব মন্তব্যের উত্তর দিতে গিয়ে কেনিয়ার এক কর্মচারী বলেন, আপনি তাহলে কেনিয়ায় কেন? চীন চলে যান৷

এ কথা শুনে আরো আগ্রাসী হয়ে লিউ বলেন, আমি এখানকার না৷ আমার এখানে ভালোও লাগে না৷ এসব বানরের মতো লোকদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে না৷ এদের গায়ে গন্ধ, এরা গরীব, বোকা ও কালো৷ আমি দেখতে পারি না এদের৷ তোমরা সাদা নও কেন, অ্যামেরিকানদের মতো?

তিনি তারপর মন্তব্য করেন, কেনিয়ায় তিনি আছেন শুধু ‘টাকার জন্য’৷

ভিডিওটি সামাজিক গণমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ অনেকেই তার শাস্তি দাবি করেন৷

তারা বলেন, একে এত সহজে দেশে ফেরত পাঠানো ঠিক হবে না৷

নাইরোবিতে চীনা অ্যাম্বেসির এক মুখপাত্র বলেন, লিউ'র নিয়োগকর্তা তাঁদের জানিয়েছেন, ঘটনাটি গত জুনের৷ এরই মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তারা কেনিয়ান সহকর্মীদের কাছে এ ব্যাপারে ক্ষমাও চেয়েছেন৷

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর