গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ৩৫

ছবি-সংগৃহীত

গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ৩৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাসারাওয়া প্রদেশে একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। প্রদেশটির জরুরি সংস্থা জানিয়েছে, সোমবারের ওই ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

নাইজেরিয়ার রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা  সংস্থা (সেমা)-র কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজা ও উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়াকে সংযোগ স্থাপনকারী লাফিয়া-মাকুর্দি সড়কের একটি পেট্রোল স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেমার ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ বলেছেন, গ্যাস ডিসচার্জ করার এক পর্যায়ে ট্রাকটি বিস্ফোরিত হয়। তিনি বলেন, সেমা এই ঘটনা খতিয়ে দেখছে।

তিনি বলেন, আমরা ৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। এছাড়া আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানতে পেরেছি।

উসমান বলেন, ওই গ্যাস স্টেশনে কী ঘটেছে সেটি দেখতে সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ মানুষ হতাহত হয়েছেন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর