নির্বাচনকালীন সরকার আগামী মাসে: কাদের

নির্বাচনকালীন সরকার আগামী মাসে: কাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ আসবে না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি।

টেকনোক্র্যাট কেউ আসবে না, আকারটা ছোট হবে।

তিনি আরও বলেন, দলের মধ্যে যারা নবীন তারা যদি জনপ্রিয়তায় এগিয়ে থাকেন, তবে তারা অবশ্যই প্রায়রিটি পাবেন। গতবার আমরা যাদের মনোনয়ন দিয়েছিলাম, এরমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা জনগণের কাছে তাদের বা তাদের আশপাশের লোকের জন্য অসুবিধায় পড়েছেন, তাদের মধ্যে নবীনের সংখ্যাও একেবারে কম নয়।

মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের উঠান বৈঠক ও গণসংযোগ করে মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

আরও ভালোভাবে কাজ করলে আপনার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকবে; এধরনের আভাস-ইঙ্গিত আমাদের লিডার, দলপ্রধান শেখ হাসিনা হয়তো কাউকে কাউকে দিয়েছেন। কিন্তু কারও মনোনয়ন শিওর এরকম কোনও আশ্বাস এখনও কাউকে দেয়া হয়নি।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর