শেখ হাসিনার সফরের সময় বিএনপি বিক্ষোভ করবে

শেখ হাসিনার সফরের সময় বিএনপি বিক্ষোভ করবে

এনআরবি নিউজ, নিউইয়র্ক

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির বিষয়ে সোমবার সন্ধায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং পরিচালনা করেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সোহরাব হোসেন, খলকুর রহমান, যুবদলের নেতা ওয়েস আহমেদ প্রমুখ।

২৭ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে বড় ধরনের বিক্ষোভ ছাড়াও ২৩ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে তার আগমনের সময় শতশত নেতা-কর্মী জড়ো হয়ে কাল পতাকা দেখানো হবে বলে জানানো হয়।

এসব কর্মসূচির সমর্থনে এর আগেও প্রস্তুতি সভা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের পক্ষ থেকেও হাজারো নেতা-কর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি চলছে জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপনের জন্যে। পরস্পর বিরোধী কর্মসূচিতে গোটা কম্যুনিটিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর