'জামায়াত থাকলে গণফোরাম নেই'

জামায়াত থাকলে গণফোরাম নেই : ড. কামাল

'জামায়াত থাকলে গণফোরাম নেই'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্য কিংবা অন্য কোনো দলের সাথে ঐক্য হোক না কেন জামায়াতে ইসলামী থাকলে সেই ঐক্যজোটে আমরা নেই।   মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি সারা জীবন জামায়াতকে সমর্থন করিনি, এখনও করব না। বিএনপির সঙ্গে জামায়াত থাকলে আমরা তাদের সাথে নেই।

এছাড়া আমি যতদূর জানি জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের নিবন্ধন বাতিল হয়েছে।

কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে বলেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা সংবিধান বিরোধী। এ নিয়ে বিএনপি উচ্চ আদালতে রিটও করেছে।

এখন বিচারকরা কি বলেন, এটাই দেখার বিষয়।

তবে এখানে কর্নেল তাহের প্রসঙ্গটি নিয়ে আসাও ঠিক নয়। কারণ সেটা করা হয়েছিল সামরিক সরকারের আমলে। স্বাধীনতার ৪ দশকের বেশি সময় পরে এসে আইনের শাসনের ব্যত্যয় ঠিক না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, তাদেরকে বুঝতে হবে, আমরা একটি সভ্য রাষ্ট্রে বাস করি। কোনো অসভ্য রাষ্ট্রে বাস করি না। সুতরাং এখানে আইনের শাসন জরুরি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ি কাম্য নয়।

সংবাদ সম্মেলনে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর