মাগুরায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

ক্ষেত থেকে লাশ তুলে আনছেন উদ্ধারকারীরা

মাগুরায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাগুরায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ (১১ সেপ্টেম্বর, মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আঠারোখাদা গ্রামের রূপধর বিলে পাট কাটার সময় ভারি বর্ষণের সঙ্গে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আঠারোখাদা গ্রামের মৃত পাঞ্জু মোল্লার ছেলে রহমত মোল্লা (৬০), ইদ্রিস মোল্লার ছেলে মোন্নু মোল্লা (২৮),হোসেন মোল্লার ছেলে সামিন মোল্লা (১৫) ও কাঁশিনাথপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে আকরাম (৫৫)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বজ্রপাতে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘মঙ্গলবার বিকেলে রূপধর বিলে পাট ক্ষেতে কাজ করছিলেন কৃষকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়। এ সময় ২জন গুরুতর আহত হন।

‘খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। পরে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ’

এদিকে, বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান। শোক সন্তপ্ত ৪ পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।  

 

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর