বিদ্যুৎ বিভ্রাটে অচল সংসদ!

লোড শেডিংয়ের জাতীয় সংসদের কার্যক্রম স্থগিত করেন ডেপুটি স্পিকার

বিদ্যুৎ বিভ্রাটে অচল সংসদ!

নিজস্ব প্রতিবেদক

লোড শেডিংয়ের (বিদ্যুৎ বিভ্রাটের) কারণে আজ (১১ সেপ্টেম্বর, মঙ্গলবার) কার্যত অচল হয়ে পড়েছিল জাতীয় সংসদ ভবন। দিনের সব কার্যক্রম স্থগিত করে সংসদ অধিবেশন মুলতবি করতে বাধ্য হয়েছিলেন স্পিকার। ইন্টারনেট সচল না থাকায় সংবাদ পাঠানোতে বিড়ম্বনায় পড়তে হয়েছে সাংবাদিকদেরও।

বিকেল ৫টার পর শুরু হওয়া এই অধিবেশন ঘন্টাখানেক চলার পর সন্ধ্যা সোয়া ৬টায় মুলতবি করে দেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

মূলতবির ঘোষণায় ডেপুটি স্পিকার বিদ্যুৎ বিভ্রাটের কথা না বললেও ‘অনিবার্য’ কারণে অধিবেশন চালানো যাচ্ছে না বলে উল্লেখ করেন।

পরে সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে বসে সাংবাদিকদের তিনি বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি অবহিত করেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ায় সংসদ ভবনে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে অধিবেশন চালানো যায়নি।

কখন বিদ্যুৎ সরবরাহ সচল হবে এ বিষয়ে জানতে চাইলে ফজলে রাব্বী মিয়া কোনো তথ্য জানাতে পারেননি।

 

অরিন▐ NEWS24

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর