দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেঁপে উঠল ভূমিকম্পে । আজ সকাল ১০টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল আসাম।

তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসামে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আসামের ধুবড়ি জেলার সাপাত গ্রাম এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।


NEWS24▐ কামরুল